সেবা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী কিংসকে ১৩৯ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডায়নামাইটস।শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাত্রই জাতীয় দল মাতানো মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৫৯ রানের উপর ভর করে ১৩৮ রান করে ঢাকা।
এছাড়া ওপেনার মেহেদী মারুফ করে ২৫ রান। রাজশাহীর পক্ষে দুইট করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও পাটেল।
এর আগে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস।
দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে বরিশাল বুলস।