সিরিয়ার পূর্ব আলেপ্পো থেকে ৪শ’র বেশি লোক পালিয়েছে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে বিদ্রোহী অধিকৃত পূর্বাঞ্চল থেকে চার শতাধিক বেসামরিক নাগরিক সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোর উদ্দেশে পালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রবিবার এ কথা জানিয়েছে।
 
 
এসব বেসামরিক নাগরিক রাতের বেলা মাসাকেন হানানো জেলার দিকে যায় এবং সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঢুকে পড়ে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, সরকারি বাহিনী শনিবার মাসাকেন হানানো জেলা দখল করে। এটি ছিল আলেপ্পোতে বিদ্রোহী অধিকৃত বৃহত্তম জেলা। রবিবার দেশটির সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জাবাল বাদরো জেলারও পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় বাহিনী। এ দুই ঘটনাকে পুরো আলেপ্পো নগরী পুনর্দখলের সরকারি প্রচেষ্টার ক্ষেত্রে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। 
 
অবজারভেটরি জানায়, পার্শ্ববর্তী হায়দারিয়া ও শাকুর জেলায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। অবজারভেটরি জানায়, সরকারি বাহিনী ওই এলাকায় ভারী গোলা বর্ষণ করছে। সংস্থাটি আরো জানায়, শনিবার আলেপ্পোর বেশ কয়েকটি এলাকায় সরকারি বাহিনীর হামলা ও গোলা বর্ষণে অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
 
গত ১৫ নভেম্বর সরকারি বাহিনী পূর্ব আলেপ্পো পুনর্দখল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এনিয়ে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা দাঁড়ালো ২১৯-এ। এদের মধ্যে ২৭ জন শিশুও রয়েছে।  এদিকে বিদ্রোহীরাও ইতোমধ্যে সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে রকেট হামলা জোরদার করেছে। এতে চার বেসামরিক নাগরিক নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছে। বিদ্রোহীদের হামলায় ১৫ নভেম্বরের পর থেকে এ পর্যন্ত ১১ শিশুসহ ২৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এএফপি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top