ভারতীয় রুপি ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

Unknown
সেবা ডেস্ক:  ভারতে সদ্য বাতিলকৃত ৫০০ ও ১০০০ রুপির নোট নিয়ে বিপাকে পড়েছে দেশের ব্যাংকগুলো। তাই এ নোট ভারতকে  ফেরত দিতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
 
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৫০০ ও ১০০০ মূল্যমানের ১১ লাখ রুপি রয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের কাছে আছে ৪ লাখ রুপি।  এছাড়া অগ্রণী ও রুপালী ব্যাংকের কাছে আছে ৩ লাখ রুপি করে। বাকি এক লাখ আছে জনতা ব্যাংকের কাছে। জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক তাদের কাছে থাকা রুপি জমা দেবে সোনালী ব্যাংকের কাছে। এরপর সোনালী ব্যাংক শিলিগুড়ি শাখার মাধ্যমে এই অর্থ এক্সচেঞ্জ করবে।
  
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে  সোনালী ব্যাংককে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অবৈধভাবে যাদের কাছে যত ৫০০ ও ১০০০ রুপির নোট রয়েছে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হবে না বলেও জানা গেছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top