শিব্বির আহমদ রানা, বাঁশখালী: বাঁশখালী উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৫-২০১৬ অর্থ বছরে জেএসি, জেডিসি, এসএসসি, দাখিল পরীক্ষায় উর্থীর্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্টান বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্টিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উপজেলা কৃষি অফিসার জনাব শহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনাব মৌঃ আলহাজ্ব জহিরুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ বাঁশখালী। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব কাজি চাহেল তস্তরি, উপজেলা নির্বাহী অফিসার বাঁশখালী, জনাব অধ্যক্ষ বদরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান বাঁশখালী। জনাবা সাফিয়া মোক্তার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বাঁশখালী, বাঁশখালী যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, রেহেনা আক্তার কাজেমি, শিক্ষা অফিসার সহ বিভিন্ন সুধীবৃন্দ।
বাঁশখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৭৬ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে (ক্রেস্ট, সনদপত্র, প্রাইজ সহ ) বৃত্তি প্রদান ও শ্রেষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা হয়। এতে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান দখল করেন জেএসসি'তে স্কুল পর্যায়ে বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জয়ন্তিকা বিশ্বাস। মাদ্রাসা পর্যায়ে জেডিসি'তে আরিফুল হক, বাঁশখালী হামেদিয়া রহিমিয়া আলীয়া মাদ্রাসা। দাখিল'এ সাদিয়া জান্নাত রুমি, শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ দাখিল মাদ্রাসা। এসএসসি' তে বাঁশখালী ডিগ্রী কলেজে অধ্যয়নরত ফাহামিদা আক্তার চৌধুরী। বাঁশখালীর শ্রেষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, জলদী হোসাইনিয়া ফাযিল মাদ্রাসা, মাষ্টার নজির আহমদ কলেজ। বাঁশখালী উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রেষ্ট প্রতিষ্টান হিসেবে নির্বাচিত স্কুল ও মাদ্রাসা কে ৫০ হাজার টাকা করে, কলেজ কে ১লক্ষ টাকার অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছেন।
মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান প্রধান অথিতির বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। তার নির্দেশনায় সারা দেশে উপজেলা ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। তিনি বলেন আমি বাঁশখালীর উন্নয়নের জন্য, গরীব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। এই পর্যন্ত গরীবলোকদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৬০ লক্ষ টাকার অনুদান দিয়েছি। ১০ টাকা কেজি চাল, বয়ষ্ক ভাতা, অাশ্রয়ণ প্রকল্প সহ বিভিন্ন প্রদক্ষেপ বাস্তবায়ন করেছি। আজকে অতিদরিদ্র পরিবার হিসেবে সরল ইউনিয়নের পলাশ কান্তি, পাইরাংয়ের ঊষা রাণি দে, পশ্চিম পুঁইছড়ির আক্তার হোসাইনকে ৩০ হাজার টাকা করে নগদ চেক প্রদান করেন তিনি। শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন- তোমরা আগামী দিনে নেতৃত্ব দিবে, তোমাদের কে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এখান থেকেই রাজনীতিবিদ, শিক্ষাবিদ গড়ে উঠবে। আমি তোমাদের আরো সফলতা কামনা করি। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মৌঃ জহিরুল ইসলাম, বদরুল হক, সাফিয়া মোক্তার, কাজি চেহেল তস্তরি, তাজুল ইসলাম, রেহেনা আক্তার কাজমী সহ প্রমূখ।