সেবা ডেস্ক: দেশব্যাপী আয়কর মেলা থেকে গত চারদিনে ৪ লাখ ৮২ হাজারের বেশি ব্যক্তি সেবা নিয়েছেন। এর মধ্যে প্রায় ৯১ হাজার রিটার্ন দাখিলের বিপরীতে আয়কর আদায় হয়েছে ১ হাজার ১৫৭ কোিট টাকা। এছাড়া টিআইএন নেয়ার মাধ্যমে আয়করের খাতায় নিবন্ধিত হয়েছেন ২২ হাজার ৩২৬ জন।
মেলা আয়োজক প্রতিষ্ঠান এনবিআর সূত্র জানিয়েছে, মেলায় টিআইএন নেয়ার পরিমাণ গতবারের করমেলার একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। মেলা আগামী সোমবার শেষ হচ্ছে।