দেশের প্রত্যন্ত গ্রামে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দেয়া হবে : পলক

Unknown
সেবা ডেস্ক:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, শুধু শহর কেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত গ্রামেও তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দেয়া হবে।
শুক্রবার বিকেলে সিংড়া উপজেলার আদর্শ হুলহুলিয়া গ্রামে দেশের প্রথম ডিজিটাল হাব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি গ্রামের মানুষ যাতে ভাগ্য উন্নয়ন করতে পারে সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। 
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে পাঁচ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করবে।এজন্য এই খাতে শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার কাজ করছে সরকার। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেড.টি. ই কর্পোরেশনের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট পেং আই গুয়াং, ভাইস প্রেসিডেন্ট সাবিন শ্রেষ্ঠা, একাউন্ট ডিরেক্টর লুও জিন কেং রস, ডিরেক্টর এসএম ফিরোজ ইফতেখার প্রমুখ।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিংড়ার হুলহুলিয়া এবং চট্টগ্রামের পটিয়া- দেশের এই দুটি স্থানে ডিজিটাল হাব স্থাপন করা হয়েছে। ডিজিটাল হাবে প্রত্যন্ত গ্রামের মানুষরা রাজধানী সহ দেশি-বিদেশি ডাক্তারদের স্বাস্থ্য পরামর্শ, চিকিৎসা, শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ ও আউট সোর্সিং এর মাধ্যমে আয় করতে পারবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top