নালিতাবাড়ীতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীর বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত খাতা ও জ্যামিতিবক্স বিতরণ করা হয়েছে। ৯ নভেম্বর বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাংগাইলের আয়োজনে ওই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ডা. এএম পারভেজ রহিম। বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাংগাইলের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬৪৫টি খাতা ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ১৪৬টি জ্যামিতিবক্স বিতরণ করেন। এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এমএ হাকাম হীরা, এলাকার গণ্যমান্য এবং সুধীজন উপসি'ত ছিলেন।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top