৪৩ বছরে পা দিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  তামিল ছবি দিয়ে যাত্রা শুরু। পরে একের পরে এক হিট ছবির নায়িকা। বিশ্বসুন্দরীর তকমা। সলমন খানের সঙ্গে দীর্ঘ সম্পর্ক এবং তিক্ত বিচ্ছেদ। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে। জীবনের অনেক কিছু পার হয়ে এসেছেন ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু এমন বিতর্ক কি আগে হয়েছে? এ বারের জন্মদিন যেন তাই অনেকটাই আলাদা অ্যাশের কাছে।
করণ জোহর-এর নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তির আগে থেকেই শোরগোল ফেলে দেয়। রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে অনেক বিতর্কও সইতে হয়েছে ঐশ্বর্যাকে। এমনকী, বচ্চন পরিবারেও নাকি সমালোচনা হয়েছে।
এমনই সময়ে এল জন্মদিন। আর সেই জন্মদিন জানিয়ে দিল বলিউডের সেই মুষ্টিমেয় নায়িকাদের মধ্যে তিনি একজন যাঁরা ৪০ পার করেও সমান সুন্দরী। অভিনয়ের ক্ষেত্রে সমান দক্ষ। এখনও নায়িকার চরিত্রে অবলীলায় অভিনয় করে যেতে পারেন। ঐশ্বরিয়ার জন্ম ১৯৭৩ সালের ১ নভেম্বর। সেই হিসেবে ৪৩ বছরে পা দিলেন অ্যাশ।  কিন্তু কে বলবে সেটা? এখনও বলিউডকে যে অনেক কিছুই দেওয়ার বাকি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top