শীর্ষে থেকেই শিরোপার স্বাদ নিলেন অ্যান্ডি মারে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠে শিরোপার স্বাদ নিলেন অ্যান্ডি মারে।  রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে জন ইসনারকে হারিয়ে ট্রফির স্বাদও পেলেন ব্রিটিশ এ তারকা।
এর আগে সেমিফাইনালের ম্যাচে মিলোস রাওনিকের ইনজুরিতে ওয়াকওভার পেয়েছিলেন তিনি।
ফাইনালে প্রথম সেটে ৬-৩ এ জিতে নিজের আধিপত্য দেখান মারে। তবে দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হেরে যান ৬-৭ ব্যবধানে। কিন্তু তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে শেষ হাসি হাসেন তিনটি গ্র্যান্ডস্ল্যামের মালিক মারে।
১৯৭৩ সালে র‌্যাংকিং সিস্টেম চালু হওয়ার পর ২৬তম খেলোয়াড় হিসেবে শীর্ষে উঠলেন মারে। ব্রিটিশ কোনো খেলোয়াড় হিসেবে তিনিই প্রথম এক নম্বরে উঠলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top