আরো ২৪ বীরাঙ্গনা পেল মুক্তিযোদ্ধা স্বীকৃতি

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  সরকার সর্বোচ্চ ত্যাগ শিকার করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা আরো ২৪ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে।
 
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট প্রকাশ করা হয়। এ নিয়ে ১৭০ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হলো। তারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
 
স্বীকৃতিপ্রাপ্ত ২৪ বীর মুক্তিযোদ্ধা হলেন, রংপুর সদরের আনোয়ারা বেগম, মোছাম্মৎ আয়েশা বেগম, বরিশালের বাকেরগঞ্জের মোছাম্মৎ আলেয়া বেগম, গৌরনদীর নূরজাহান বেগম, মৌলভীবাজারের কমলগঞ্জের কমিলা বেগম, ফরিদপুরের মধুখালীর ফুলজান বেগম, কুমিল্লার চৌদ্দগ্রামের আফিয়া খাতুন খঞ্জনী, নারায়ণগঞ্জের ফতুল্লার মমতাজ বেগম, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আলেয়া বেগম, ঢাকার মুগদাপাড়ার মোছাম্মৎ হনুফা বেগম, কুড়িগ্রাম সদরের মোছাম্মৎ দেলো বেওয়া, মোছাঃ রহিমা, মোছাঃ মজিদা বেগম, মোছাঃ ছালেহা বেওয়া, বছিরন বেগম, শ্রীমতি তরু বালা, মোছাঃ ফাতেমা বেগম, মোছাঃ খোতেজা বেগম, মোছাঃ খুকী বেগম, গেন্দী বেওয়া, পাবনা আটঘরিয়ার সোনা বালা, মায়ারানী, মোছাঃ জামেলা খাতুন ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোমেনা বেগম।
 
উল্লেখ্য, গত বছরের ২৯ জানুয়ারি বীরাঙ্গনাদের স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আইন পাশ করা হয়। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত ১৭০ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top