সেবা ডেস্ক: ডেসটিনি২০০০ লিঃ এর এমডি চেয়ারম্যান স্যারের মুক্তি কামনায় ১০.১১.২০১৬ বৃহস্পতিবার দুপুর ২টায় মুক্তাগাছা তালুকদার ক্লিনিকের দোতলায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন ময়মনসিংহ মুক্তাগাছা বিনিয়োগকারীদের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভা আসাদুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ডিএসএমএফগ্রীন আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম সদস্য সচিব জনাব মনিরুজ্জামান মনির পিএসডি।
বিশেষ অতিথীর বক্তব্য রাখেন মো. রুবেল মিয়া, আবদুল বারী, মোকছেদুল হাসান।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপস্থিত ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারি গন।
বক্তারা বলেন আমাদের বিনিয়োগ ডেসটিনি মায়ের মত করে আগলিয়ে রেখেছে.তাই আমরা বিনিয়োগ ফেরত চাইনা কাজের জায়গা ফিরে পেতে চাই। তারা ৪৫লাখ পরিবারের ২.৫মানুষের দিকে তাকিয়ে হলেও এমডি ও চেয়ারম্যানের মুক্তি দাবী করেন।
