সেবা ডেস্ক: ডিএসএমএফ গ্রীন শাহপরান থানার উদ্যোগে সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত আজ রোজ শুক্রবার ১১.১১.২০১৬ তারিখে দুপুর ৩ ঘটিকায় শাহপরানের খাদিমপাড়ায় রোড নং ৩ এ অবস্থিত হিলভিউ টাওয়ারের নিচতলার দোকান নং ৩০ এ অনুষ্ঠিত হয় ।
ডেসটিনির ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারী গণের সংগঠন - ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন ( ডিএসএমএফ - গ্রীন ) সিলেট জেলার শাহপরান থানা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোচনা সভায় উপস্থিত সকল ডেসটিনির ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারী গণ একবাক্যে ডেসটিনি ও তার চেয়ারম্যান আলহাজ্ব মো. হুসাইন এবং এমডি ড. মো. রফিকুল আমিনের অবিলম্বে নিঃর্শত মুক্তির দাবি জানান ।
ডেসটিনির ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারী গণের সংগঠন - ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন ( ডিএসএমএফ - গ্রীন ) সিলেট জেলার শাহপরান থানা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোচনা সভায় উপস্থিত সকল ডেসটিনির ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারী গণ একবাক্যে ডেসটিনি ও তার চেয়ারম্যান আলহাজ্ব মো. হুসাইন এবং এমডি ড. মো. রফিকুল আমিনের অবিলম্বে নিঃর্শত মুক্তির দাবি জানান ।
কারণ হিসাবে তারা উল্লেখ করেন - আমরা ডেসটিনি দ্বারা কোন ভাবেই প্রতারিত নই বরং আমরা মিডিয়ার লাগামহীন অপপ্রচার দ্বারা প্রতারিত , আমরা আমাদের বিনিয়োগ ফেরত চাই না , দেশের বিভিন্ন স্হানে আমাদের বিনিয়োগে গড়া ডেসটিনির হাজার হাজার কোটি টাকার বিপুল পরিমাণ সম্পদ অবিভাবক হীন হওয়ার কারণে আজ স্হানীয় প্রভাবশালীদের দ্বারা লুট পাট হওয়ায় আমরা উদ্দিগ্ন , আমরা আবারো ডেসটিনিতে কাজ করে নিজেদের বেকারত্ব ঘুচিয়ে আর্থিক ভাবে সচ্ছল ও উজ্জল ভবিষ্যৎ গড়ার পাশাপাশি আগামীতে দেশের বৃহৎ উন্নয়ন কর্মকান্ডে নিজেদের সর্বোচ্চ অবদান রাখতে চাই সরকারের সহযোগী হয়ে । তাই আমরা অবিলম্বে নিঃর্শত ভাবে ডেসটিনির মুক্তি চাই ।
উক্ত আলোচনা সভার উপস্থাপনা করেন শাহপরান থানার মো. নিশাত চৌ. মামুন , স্বাগত বক্তব্য রাখেন মো. হুমায়ুন কবির , শুভেচ্ছা বক্তব্য দেন মো. লিটন মিয়া , সভাপতিত্ব করেন মো. হাবিব মিয়া । শাহপরান থানার আরো - মো. আব্দুস সালাম ( সবুজ ) , মোছা. নাজমা বেগম , মোছা. কুলসুমা বেগম , মো. রমজান আলী উপস্থিত ছিলেন ।
