প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয় : স্বাস্থ্যমন্ত্রী

Unknown
সেবা ডেস্ক:  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অটিজমসহ প্রতিবন্ধী শিশুরা  সমাজের বোঝা নয়। এ সব শিশুরা উপযুক্ত পরিবেশ, যত্ম, সামাজিক ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সমাজ, রাষ্ট্র তথা বিশ্বের কল্যাণে অবদান রাখতে সক্ষম হবে। এ বিষয়টি উপলদ্ধী করেই সকল প্রতিবন্ধী শিশুদের জন্য সকল ক্ষেত্রে সমান সুযোগ প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন নিরলস কাজ করে যাচ্ছেন। 
 
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের এক তারকা মানের হোটেলের হলরুমে অনুষ্ঠিত শিশু স্নায়ুরোগ ও বিকাশ সংক্রান্ত আন্তর্জাতিক ইকনা এডুকেশনাল মিটিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 
 
মন্ত্রী আরো বলেন, সীমিত সম্পদ নিয়ে প্রতিবন্ধী মানুষের কল্যাণে বর্তমান সরকার প্রচুর কর্মসূচি হাতে নিয়েছে। তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এমনকি তাদের নিরাপদ যাতায়তের জন্য  ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাদের জন্য জাতীয় সংসদে প্রোটাকশন অফ দ্যা রাইটস অফ দি পার্সন ইউথ ডিসাবেলিটিস অ্যাক্ট নামের একটি বিল পাস করা হয়েছে এবং সর্বক্ষেত্রে তার প্রয়োগও নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মানণীয় উপাচার্য জনাব কামরুল হাসান খান সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)র পরিচালক অধ্যাপক ডা. শাহীন আখতার। এতে আরো বক্তব্য রাখেন, জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য  সাইমুম সারওয়ার কমল, অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ, ইকনার প্রতিনিধি অধ্যাপক প্রতিভা সিঙ্গি ও বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি জনাব মোহাম্মদ শহিদুল্লাহ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top