সেবা ডেস্ক:  বয়স মাত্র ৮। কিন্তু এই বয়সেই ওয়ার্ল্ড কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতে নিলো ভারতের কাশ্মীরের এক বালিকা।
তবে সেটা 'আন্ডার এইট গ্রুপে'। ইতালিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে মার্কিন প্রতিযোগীকে হারিয়ে বিশ্বসেরা হয়েছে কাশ্মীরের আর্মি গুডউইল স্কুলের শিক্ষার্থী তাজামুল ইসলাম।
'আন্ডার এইট গ্রুপে' গত পাঁচ দিনে তাজামুল ৬টি গেমে জয়ী হয়েছে বলে জানিয়েছেন তার কোচ ফাসিল আলি। গত কয়েক মাস ধরে কাশ্মীরে বন্ধ প্রায় সব স্কুল। কমবয়সী ছেলেরা রাস্তায় নেমে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। রাজ্যের যুবসমাজের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠছে। এরকম এক অবস্থায় ৯০ দেশের প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয় তাজামুল।
জম্মু ও কাশ্মির ক্রীড়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাজামুল ইতিহাস সৃষ্টি করেছে। ওয়ার্ল্ড কিক বক্সিংয়ে সে মাত্র ৮ বছর বয়সেই সোনা জিতেছে। ২০১৫ সালে জাতীয় কিক বক্সিংয়ে সোনা জেতে তাজামুল। তার পরই সে প্রচারের আলোয় এসে যায়।