সেবা ডেস্ক: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ১৪ ডিসেম্বর, ২০১৬ “শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস” উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিলনায়তনে আলোচনা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃতির আয়োজন করে।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউল্যাবের এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং কিভাবে তা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পথ কিভাবে সূচিত করে তা নিয়ে আলোচনা করেন। এই স্মৃতি রোমন্থক আলোচনা আরো প্রাণবন্ত হয়ে ওঠে ইউল্যাব এর শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাদের দেশাত্মবোধক কবিতা ও গানের পরিবেশনায়। এছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কোরাস গান পরিবেশন করে ইউল্যাব সংস্কৃতি সংসদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাব এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ইমরান রহমান, উপ উপাচার্য এইচ এম জহিরুল হক, ট্রেজারার মিলান কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার প্রফেসর আখতার আহমেদ সহ শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা।
দিবসটি উপলক্ষে ইউল্যাব গ্রন্থাগার দুইদিনব্যাপী (১৪-১৫ ডিসেম্বর, ২০১৬) এক পুস্তক ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ইমরান রহমান বেলা ১১টার দিকে প্রদর্শনীর উদ্বোধন করেন।