সেবা ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২০২০ সালের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানে উন্নীত হতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০১৬-২০২০ প্রণয়ন উপলক্ষে জাতীয় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালের সভাপতিত্বে কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সম্ভু, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহম্মেদ, বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী প্রমুখ বক্তব্য রাখেন।
ত্রাণমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তনজনিত কারণে আগামী দিনগুলোতে জলবায়ুর আরও নেতিবাচক পরিবর্তন বাংলাদেশকে নির্মম ঝুঁকিতে ফেলে দিতে পারে। তাই আমাদের দুর্যোগের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকার প্রযুক্তি বের করতে হবে।
তিনি বলেন, ভূমিকম্প মোকাবিলায় শুধু রাজধানী নিয়ে আমাদের চিন্তা করলে হবে না। সকল শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের জন্যও ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে। উপকূলীয় সাইক্লোনে নিরাপদ আশ্রয়ের জন্য সরকার ‘যত প্রয়োজন তত মুজিব’ কিল্লা নির্মাণ করতে পরিকল্পনা নিচ্ছে। শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে। বাসস
