সিরাজগঞ্জ প্রতিনিধি : লাঞ্চিত হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন ও বিচার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে তাড়াশ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে মানবনবন্ধন করেন ইউপি সদস্য সোলায়মান হোসেন ও এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে সদর ইউনিয়নের বোয়ালিয়া ওয়ার্ডে সদস্য সোলায়মান হোসেন লিখিত অভিযোগে
বলেন, ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যানের মনোনিত প্রার্থী দোয়াত কলম মার্কায় ভোট না দেওয়ায় তাকে চেয়ারম্যান বাবুল শেখ ইউপি কার্যালয়ে লাঞ্চিত করে ও তাকে জোর পূর্বক পরিষদ থেকে বের দেন।
তাছাড়া তাকে চেয়ারম্যান তার ৫ বছরের মেয়াদকালে ইউপি সদস্য সোলায়মান হোসেনকে পরিষদে আসতে নিষেধ করে। পরে প্রেসক্লাব চত্বরে এলাকাবাসি চেয়ারম্যান বাবুল শেখ এর বিচার দাবীতে মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মীর শহীদ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামিম সরকার, আওয়ামীলীগ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ও যুবলীগ নেতা জর্জিয়াস মিলন রুবেল প্রমুখ।
