সেবা ডেস্ক: মাসে ৬০ কোটির বেশি ব্যবহারকারী সক্রিয়ভাবে ব্যবহার করেন ছবি আদানপ্রদানের অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম। গত ছয় মাসে নতুন করে ১০ কোটি ব্যবহারকারী যোগ হওয়ায় নতুন এই মাইলফলক স্পর্শ করেছে ফেসবুক অধিকৃত অ্যাপটি।
বুধবার এক ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
বিগত কয়েক মাসে বেশ কিছু নতুন ফিচার যোগ হয়েছে ইনস্টাগ্রামে। এর মধ্যে রয়েছে ছবি ও ভিডিও শেয়ারের পর ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা, লাইভ ভিডিও স্ট্রিমিং, স্ন্যাপচ্যাটের মতো 'স্টোরিজ' সুবিধা অন্যতম। এসব সেবা যোগ করার কারণেই মূলত গত ছয় মাসে ১০ কোটি নতুন ব্যবহারকারী পেয়েছে অ্যাপটি।