নিউইয়র্কে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস

Unknown
সেবা ডেস্ক:  রাত ১২টা ১ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন নিউইয়র্কের প্রবাসী বাঙালিরা। একইসঙ্গে তারা যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেনে।
 
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নানান কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা।
 
এসব কর্মসূচির মধ্যে ছিল প্রদীপ শোকযাত্রা, প্রদীপ প্রজ্জ্বলন ও ঘোষণাপত্র পাঠ। ঘোষণাপত্রে নিউইয়র্কে পলাতক ফাঁসির দন্ডপ্রাপ্ত একাত্তরের ঘাতক আশরাফুজ্জামান খানকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়।
 
প্রদীপ প্রজ্জ্বলন করে একাত্তরে সকল শহীদ বুদ্ধিজীবীসহ লাখো শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সভাপতি মিথুন আহমেদ।

ঘোষণাপত্রে বলা হয়, প্রবাস জীবনে নানা সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়েও বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার তাগিদ নিয়ে আমরা আপনাদের কাছে ফিরে এসেছি। প্রতিবছরের মতো এবারো ফিরে এসেছে দেশের স্বাধীনতা সংগ্রামের ও বিজয়ের রক্তাক্ত স্মৃতিময় দিনগুলির মর্মান্তিক সেই মুহূর্তটি। বিজয়ের পূর্ব মুহূর্তের পাকসেনা ও রাজাকার আল-বদর জল্লাদের হাতে নিহত হয়েছিল আমাদের প্রিয় শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, দার্শনিক, চিকিত্সক, প্রকৌশলী, সাংবাদিকসহ অনেক মেধাবী শ্রদ্ধেয়জন। বিগত সরকার অথবা রাষ্ট্রক্ষমতায় যারা ছিল তারা কখনোই এই হত্যাকাণ্ডের বিচারের জন্য এগিয়ে আসেনি। তবে এবারের তাত্পর্য ভিন্ন। বুদ্ধিজীবী হত্যার বিচার কাজ সম্পন্ন হতে চলেছে। বুদ্ধিজীবী হত্যার প্রধান দুই ঘাতক আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে ও মঈনুদ্দিন যুক্তরাজ্যে অবস্থান করছে। ধর্মভীরু মানুষের সঙ্গে তারা প্রতারিত করে চলেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top