নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে থাকবেন কারিশমা কাপুর

Unknown
সেবা ডেস্ক:  চলতি বছরেই সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে কারিশ্মা কাপুরের। সেপারেশনের গোটা পর্বে কাপুর বাংলোতেই থাকতেন নায়িকা।
শোনা যাচ্ছে, এবার নাকি ছেলে-মেয়েকে নিয়ে বয়ফ্রেন্ড সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে থাকতে শুরু করবেন কারিশ্মা।
জানা গেছে, পেশায় মুম্বাইয়ের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দীপ সম্প্রতি বান্দ্রায় একটি থ্রি-বেডরুম অ্যাপার্টমেন্ট কিনেছেন। বি-টাউনের জল্পনা ওই অ্যাপার্টমেন্টেই ছেলে-মেয়েকে নিয়ে চলে যাবেন কারিশ্মা।
সূত্রের খবর, সন্দীপের অন্য একটি সমস্যা রয়েছে। তাঁর স্ত্রী অশ্রিতা কিছুতেই বিবাহবিচ্ছেদে রাজি নন। অশ্রিতা মনে করেন, করিশ্মা কাপুরের জন্য তাঁকে ঠকিয়েছেন সন্দীপ। সে কারণেই সন্দীপ যেটা চান তিনি তাতে মোটেই রাজি নন। বলি মহলের গসিপ, সন্দীপের বিবাহবিচ্ছেদ না হওয়া পর্যন্ত বান্দ্রার ওই অ্যাপার্টমেন্টে আপাতত লিভ টুগেদার করবেন তাঁরা। যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে কারিশ্মা বা সন্দীপ কখনও প্রকাশ্যে মুখ খোলেননি।
সূত্র: আনন্দবাজার

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top