সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নিলেন ১২০ কেজির এই মডেল

Unknown
সেবা ডেস্ক:  সুন্দরী হতে হলে রোগা হতেই হবে। এই প্রচলিত ধারণাকে তু়ড়ি মেরে উড়িয়ে সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার মুকুট ছিনিয়ে নিলেন ১২০ কেজির মডেল এস্টেফানিয়া কোরিয়া।
আর্জেন্টিনার এই মডেল তাঁর দেশের সৌন্দর্য প্রতিযোগিতা 'কুইন অফ ভেন্ডিমিয়া'য় সেরার শিরোপা পেয়েছেন।
সৌন্দর্যের মাপকাঠি শুধু ছিপছিপে ফিগার নয়, বুদ্ধিমত্তাই সৌন্দর্যের নতুন সংজ্ঞা। এই ধারণাকে হাতে-কলমে বাস্তবায়িত করলেন ২৪ বছরের এস্টেফানিয়া। প্রশ্নোত্তর পর্বে যতটা স্বাভাবিক ছিলেন তিনি, ততটাই স্বতঃস্ফুর্ত বিকিনি রাউন্ডে। নিজের ওজন নিয়ে বিন্দুমাত্র ইতস্ততবোধ ছিল না তাঁর মধ্যে। জয়ের পর তাঁর আবেগপূর্ণ বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে দেয়।
এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি। একটি মডেলিং এজেন্সিতেও নিজের নাম লেখান তিনি। তাঁর চেহারার জন্য কখনও সমস্যার মুখে তাঁকে পড়তে হয়নি বলে জানিয়েছেন এস্টেফানিয়া। কুইন অফ ভেন্ডিমিয়া'র পর আরও বড় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ভাবছেন ৫ ফুট ৩ ইঞ্চির এস্টেফানিয়া।
সূত্র: এই সময়

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top