গীতিকার কবির বকুল ও পরিচালক পিএ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ‘প্রেমেরে মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি প্রতারণার মাধ্যমে একটি চলচ্ছিত্রে ব্যবহারের অভিযোগে গীতিকার কবির বুকল ও চলচ্ছিত্র পরিচালক পিএ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 
 
বৃহস্পতিবার সকাল  ১১টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শহীদুল আমীন এ আদেশ দেন। 
 
গত ১৩ এপ্রিল  মামলা দায়েরের পর আদালত জেলা শিল্পকলা একাডেমিকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলে। ১৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন  আদালতে দাখিল করলে আদালত তাদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। সমন জারির পরও তারা আদালতে হাজির না হওয়ার তাদের বিরুদ্ধে পরোয়ানার আদেশ দেওয়া হয়।
 
প্রসঙ্গত গত ১৩ এপ্রিল গানটির মুল গীতিকার পল্লী বাউল জবান আলী তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলা দায়ের করেন। মামলা উল্লেখ করা হয় যে বাউল জবান আলীর রচয়িত গানটি ‘প্রেমেরে মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’  জনপ্রিয় কন্ঠশিল্পি কুর্মা বিশ্বজিৎ তার রোদেলা দুপুর এলবামে গেয়েছিলেন। এছাড়া বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছিল।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top