ঘূর্ণিঝড় ভারদাহর আঘাতে চেন্নাইয়ে দুই জনের মৃত্যু

Unknown
সেবা ডেস্ক:  ভারতের চেন্নাইয়ে ঘূর্ণিঝড় ভারদাহ’র আঘাতে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে হাজারো মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানার পরে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ ত্রাণ বাহিনী ‍ও দুটি নৌবাহিনীর জাহাজ উদ্ধারকর্ম পরিচালনা করতে প্রস্তুত রয়েছে।
অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তামিলনাড়ু রাজ্য সরকার জানিয়েছে, ঝড়ো হাওয়ায় ২৬০টি গাছ ‍উপড়ে গেছে। চেন্নাইয়ের কিছু অংশ বন্যা হয়েছে। গত বছর চেন্নাইয়ে বিধ্বংসী বন্যায় ৭০ জন নিহত হয়েছিল। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top