শেরপুরে ওরসের চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে সাবেক ইউপি মেম্বারের মৃত্যু

Unknown
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে প্রতাবিয়া গ্রামের লাল সাধুর মাজারে বুধবার রাতে বার্ষিক ওরসের চাঁদা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও কিলঘুষিতে আব্দুল মোতালেব  (৬০) নামে এক সাবেক মেম্বার মারা গেছে বলে দাবী করেছে তাঁর পরিবার।  তবে পুলিশ জানিয়েছে সংর্ঘষের সময় মৃত ব্যক্তি ওই স্থানে ছিলেন না। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা হাসপাতাল মর্গে মৃতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ দিনব্যাপি ওরস উপলক্ষে মাজারে দান-দক্ষিণা নেওয়ার দায়িত্ব ছিলেন সাবেক মেম্বার আব্দুল মোতালেব। মঙ্গলবার বর্তমান মেম্বার আব্দুস সালাম এসে ওরসের চাঁদা তুলতে নিষেধ করেন। তার কথা না মেনে বুধবার রাতে দান-দক্ষিনা গ্রহনের সময় সালাম মেম্বার ও তাঁর সহযোগীরা এসে বাঁধা দেয় এবং আব্দুল মোতালেবকে মারধর করলে তিনি ও তাঁর ছেলে ওয়াসিম আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বাজিতাখিলা ইউপি চেয়ারম্যান মো. আমির আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে, শেরপুর সদর থানার উপ-পরিদর্শক মো. আনসার আলী বলেন, চাঁদা তোলা নিয়ে বিরোধ ছিল। কিন্তু দু’পক্ষের হাতা-হাতির সময় মৃতব্যক্তি সেখানে উপসি'ত ছিলেন না। তিনি স্থানীয় বটতলা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। ছেলে আহত হয়েছে শুনে তিনি জ্ঞান হারান।

শেরপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.আব্দুল মোবারক বলেন, ময়না তদন্তে কোন জখম কিংবা আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি। ভিসেরা (viscera) পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top