বিনা বিচারে আটক: ৭ বন্দীকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

Unknown
সেবা ডেস্ক:  এক যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে আটক সাত বন্দীকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২৪ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এছাড়া তাদের কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 
 
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। 
 
হত্যা মামলাসহ গুরুতর ফৌজদারি অপরাধের দায়ে বিভিন্ন মামলায় ২০০৩ সালে ঢাকার মতিঝিলের মাসুদ, গাজীপুরের বোর্ডবাজারের বাবু, কেরাণীগঞ্জের ইমান্দিপুরের রাজীব হোসেন, ২০০৪ সাল থেকে কুষ্টিয়া সদরের রাসেল শেখ, ব্রাহ্মণবাড়িয়ার মোহম্মদ পারভেজ এবং ২০০৫ সাল থেকে নেত্রকোণার কমলাকান্দার লিটন ও বাড্ডার আদর্শনগরের সাইদুর রহমান গাজীরপুরের কাশিমপুর কারাগারে বন্দী রয়েছে। 
 
এদের কাউকে কাউকে অর্ধশতাধিক বারের বেশি সময় আদালতে হাজির করা হয়েছে। কিন্তু জামিন মেলেনি। মামলার বিচার কার্যক্রমও শেষ হয়নি।  এসব বন্দীদের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনের বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট বেহেশতী মারজান। তিনি আদালতে প্রতিবেদন উপস্থাপন করে বলেন, এসব বন্দীরা একযুগের বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন। বিনা বিচারে এতো সময় কারাগারে আটক থাকা মানবাধিকারের লঙ্ঘন। আদালত তাদের জামিন বিষয়ে বিবেচনা করতে পারে।
 
এরপর বেঞ্চে জ্যেষ্ঠ বিচারক বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, যেসব তথ্য উপাত্ত আদালত উপস্থাপন করা হয়েছে তা সঠিক কিনা। তখন আইনজীবী বলেন, এগুলো সঠিক রয়েছে। পরে আদালত জামিন প্রশ্নে রুল জারি করে  ও সাত বন্দীকে আদালতে হাজিরের নির্দেশ দেয়। 
 
প্রসঙ্গত, এর আগে হাইকোর্টের এই বেঞ্চ বিনা বিচারের আটক থাকা চার আসামিকে জামিন দেয়। একই সঙ্গে তাদের মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ প্রদান করে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top