
তবে এ ধরণের গুজবের খবরে বিরক্ত নায়কের পরিবার। তার পরিবার থেকে জানানো হয়েছে, ‘কিছুতেই বুঝতে পারছি না লোকজন কেন এমন অদ্ভুত আচরণ করছে। যেখানে সবাই দোয়া করবেন উনি যেন বেঁচে থাকেন সেখানে উল্টো তার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। মিথ্যে সংবাদ ও ভ্রান্ত খবর ছড়িয়ে দিচ্ছেন কিছু বিকারগ্রস্থ মানুষ। এটা খুবই বিরক্তিকর।’
উল্লেখ্য, এর আগেও একবার নায়ক রাজ্জাককে নিয়ে গুজব ভাইরাল হয়েছিল। অন্যদিকে আসছে বছরে ‘দাদুভাই’ নামের একটি সিনেমা দিয়ে আবারো অভিনয়ে ফিরছেন এ জেষ্ঠ্য অভিনেতা।