বাংলাদেশ সীমান্তে নজরদারীতে আসামে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন

Unknown
সেবা ডেস্ক:  ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে চারটি বিশেষ পুলিশ ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। 
 
বুধবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এ সিদ্ধান্ত নেন। 
 
রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তা মুকেশ সহায় বলেন, ‘গঠন করা এই চারটি ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তায় দ্বিতীয় বলয় তৈরি করবে। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের পেছনে এ চারটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে। তারা সীমান্তবর্তী গ্রামগুলিতে নজরদারি চালাবে, টহলও দেবে।’ 
 
তিনি আরো বলেন, ‘একেকটি ব্যাটালিয়নে এক হাজার করে পুলিশ কর্মী থাকবে। সেই হিসেবে ৪ হাজার পুলিশ কর্মীকে সীমান্তে নজরদারির কাজে লাগানো হবে। এই ব্যাটালিয়নগুরো ধুবরি, দক্ষিণ শালমারা-মানকাছার আর করিমগঞ্জের মতো সীমান্তবর্তী জেলায় দায়িত্ব পালন করছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top