সেবা ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে স্টেডিয়ামের কাছে বোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন কুর্দিস্তান ফ্রিডম হকস। রবিবারের এই জোড়া হামলার ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৫৫ জন।
তুরস্ক সরকার এই হামলার প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছে। কুর্দিস্তান ফ্রিডম হকস এর ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এই দায় স্বীকার করেছে। তুরস্কের জনপ্রিয় ক্লাব বেসিকতাসের স্টেডিয়ামের কাছে পুলিশদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। খেলার দুই ঘণ্টা পরে স্টেডিয়ামের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরণ করানো হয় এরপর এর সন্নিকটে অবস্থিত একটি পার্কে চালানো হয় আত্মঘাতী হামলা।
পিকেকে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠি কুর্দিস্তান ফ্রিডম হকস বিগত তিন দশক ধরে সহিংস জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এদের কর্মকাণ্ড বেশিরভাগ তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কুর্দি সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিচালিত হয়। আহতদের দেখতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেন, আমাদের মনোযোগ এই জঙ্গিদের প্রতি নিবদ্ধ করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এটা নির্মূল না হওয়া পর্যন্ত চালিয়ে যাবো।
৫ জন পুলিশের শেষকৃত্যানুষ্ঠানে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু বলেন, আমরা আমাদের প্রতিশোধ নেবই। রক্ত মাটিতে বৃথা ভেসে যেতে দেব না, যেকোনো মূল্যে আমরা এই প্রতিশোধ নেব। রয়টার্স।