সেবা ডেস্ক: অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির এবং স্বাস্থ্যখাতে মান উন্নয়নের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংসদ ভবনে বৃহস্পিতবার অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, মোঃ আব্দুল ওয়াদুদ, নাজমুল হাসান, টিপু মুন্সি, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোঃ শওকত চৌধুরী এবং আখতার জাহান সভায় অংশগ্রহণ করেন। সভায় বিগত ১৬ ও ১৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ, ভ্যাট আইন বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় ভ্যাট আইন, ২০১২ আগামী বাজেটের পূর্বেই কার্যকর করার জন্য সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছার সুপারিশ করা হয়।
এছাড়াও এমডিজি ও এসডিজি লক্ষমাত্রা অর্জনের সরকারের পাশাপাািশ সংসদ সদস্যদের সম্পৃক্ততা নিশ্চিত করার জন্য ইউএনএফপি'র অর্থায়নে এসপিসিপিডি প্রকল্পের অধীন মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব কমিটির সদস্যগণের সাথে কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাব কমিটির আহবায়ক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ, সাব কমিটি সদস্য আ.ফ.ম. রুহুল হক, মোঃ হাবিবে মিল্লাত, ফজিলাতুন নেসা ও মোঃ শাহাবুদ্দিন আলোচনায় সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন