সেবা ডেস্ক: এই প্রথমবারের মত রেমিট্যান্স প্রেরণকারীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গ্রিসে বাংলাদেশ দূতাবাসে পালন করা হল আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৬। রবিবার দিবসটি উপলক্ষে প্রবাসীদের হাতে সম্মাননা তুলে দেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ও তার সহধর্মিনী শায়লা পারভীন।
রেমিট্যা›স প্রেরণকারী প্রবাসীদের সম্মানিত করে এই পুরস্কার প্রদানের মধ্য দিয়ে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উৎসাহিত করার উদ্যোগ নেয় বাংলাদেশ দূতাবাস। প্রবাসীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীরা আমাদের সূর্য সন্তান। দেশের অর্থনীতিতে তাঁদের অবদানের স্বীকৃতি প্রদান করতে পেরে বাংলাদেশ দূতাবাস অত্যন্ত গর্বিত। রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন যে, এই পুরস্কার প্রবাসীদের বৈধ পথে রেমিট্যা›স পাঠাতে উৎসাহিত করবে।
তিনি প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ বাস্তবায়নে প্রবাসীদের অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করে এই প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান। গ্রিস থেকে বর্তমানে প্রেরিত রেমিট্যান্স আগামী ১ বছরের মধ্যে দ্বিগুণ করা সম্ভব বলে মন্তব্য করে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের বৈধ পথে রেমিট্যন্স প্রেরণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণমূখী কর্মসূচীর উল্লেখ করে তিনি ঢাকায় অনুষ্ঠিত সদ্য সমাপ্ত নবম গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এর মধ্য দিয়ে সুষ্ঠু অভিবাসন প্রক্রিয়ায় বাংলাদেশের বলিষ্ঠ ও সক্রিয় নেতৃত্বের কথা তুলে ধরেন।
