শেরপুরে বিশ্ব মানবাধিকার দিবসে সেমিনার- র‌্যালী অনুষ্ঠিত

S M Ashraful Azom
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর শনিবার সেমিনার ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌর নিউমার্কেট অবকাশ মিলনায়তনে নাগরিক সংগঠন ‘জনউদোগ’ ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি)-এর সহযোগিতায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে আদিবাসী গবেষক-মানবাধিকারকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু মজুমদার প্রধান আলোচক এবং শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। আইইডি’র সহ-সমন্বয়কারি তারিক হাসান মিঠুলের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী প্রমুখ। সেমিনারে বিভিন্ন শ্রেনী-পেশার অর্ধশতাধিক লোক উপসি'ত ছিলেন। এদিকে, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা এ উপলক্ষে দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top