শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে নিহত হয়েছে শেফালী খাতুন নামে ছয় বছর বয়সী এক কন্যা শিশু। আজ ১২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের শিমুলতলা স্লুইচগেইট এলাকায় নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শিমুলতলা গ্রামের আশরাফুল ইসলামের শিশুকন্যা রাস্তা দিয়ে বাড়ির দিকে হাঁটছিল। এ সময় বালু আনতে যাওয়া হাতিপাগার-নাকুগাঁও স্থলবন্দরগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়।
পরে গুরুতর অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।