সেবা ডেস্ক: গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ শতাধিক দোকান পুড়ে যাওয়া আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। তিনি বলেন, এ ঘটনায় যে ক্ষতি হয়েছে তাতে দোকান মালিক ও ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই।
এসময় তিনি অবিলম্বে আগুন লাগার সূত্রপাতের কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্ত জোর দাবি জানান।