কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২৫.০১.১৭
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীড়্গার্থীদের-২০১৭ ব্যাচের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয়ের মাঠে বিদায় অনুষ্ঠানে প্রধান শিড়্গক হাজেরা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ও সহকারি অধ্যাপক নীলা পারভীন তুলি, বিদ্যালয়ের সিনিয়র শিড়্গক সৈয়দ আলী, মাওলানা মোশাররফ হোসেন, মঞ্জুরম্নল হক, মনোয়ারা রহমান, উম্মে সালমা সুলতানা প্রমুখ।
আসন্ন এসএসসি পরীড়্গায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের দেড় শতাধিক পরীড়্গার্থীকে এ বিদায় সংবর্ধণা দেয়া হয়।
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীড়্গার্থীদের-২০১৭ ব্যাচের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয়ের মাঠে বিদায় অনুষ্ঠানে প্রধান শিড়্গক হাজেরা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ও সহকারি অধ্যাপক নীলা পারভীন তুলি, বিদ্যালয়ের সিনিয়র শিড়্গক সৈয়দ আলী, মাওলানা মোশাররফ হোসেন, মঞ্জুরম্নল হক, মনোয়ারা রহমান, উম্মে সালমা সুলতানা প্রমুখ।
আসন্ন এসএসসি পরীড়্গায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের দেড় শতাধিক পরীড়্গার্থীকে এ বিদায় সংবর্ধণা দেয়া হয়।