বকশীগঞ্জে যানজট সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: 

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় জানযট সৃষ্টির দায়ে পৌর আইনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত ।


বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান সিদ্দিক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ পৌর এলাকার মধ্যবাজার থেকে পুরাতন গরুহাটি সড়কে দু’পাশ দখল করে যানজট সৃষ্টি করে আসছে কতিপয় ব্যবসায়ী।

 বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে গতকাল অভিযান পরিচালনা করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান সিদ্দিক জানান, পৌর আইন ২০০৯ এর ক্ষমতা বলে ছয় জন ব্যবসায়ীকে ছয়টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top