কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২৯/০১/২০১৭
“শিড়্গার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ শেস্নাগানে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় শিড়্গা সপ্তাহ পালিত হচ্ছে।
এ উপলড়্গে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদড়্গিন করে প্রাইমারী ট্রেনিং ইনষ্টিটিউটে শেষ হয়। পরে জেলা প্রাথমিক শিড়্গা অফিস চত্বরে ৩দিনব্যাপী শিড়্গা মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, জেলা প্রাথমিক শিড়্গা অফিসার মোঃ এনামুল হক, পিটিআই সুপার ফাইজুর রহমান প্রমুখ।
“শিড়্গার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ শেস্নাগানে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় শিড়্গা সপ্তাহ পালিত হচ্ছে।
এ উপলড়্গে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদড়্গিন করে প্রাইমারী ট্রেনিং ইনষ্টিটিউটে শেষ হয়। পরে জেলা প্রাথমিক শিড়্গা অফিস চত্বরে ৩দিনব্যাপী শিড়্গা মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, জেলা প্রাথমিক শিড়্গা অফিসার মোঃ এনামুল হক, পিটিআই সুপার ফাইজুর রহমান প্রমুখ।