বকশীগঞ্জে নানা আয়োজনে আমানুজ্জামান মডার্ন কলেজের বর্ষপূর্তি উদযাপন

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জের শহীদ গাজী মো. আহাদুজ্জামান সড়কে অবস্থি'ত আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের ১ম বর্ষপূর্তি নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

বর্ষপূতি উদযাপন উপলড়্গে কলেজে ব্যাপক সাজসজ্জা করা হয় এবং বুধবার সকাল ১১ টায় ৫০ পাউন্ডের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাবেক বাণিজ্যমন্ত্রী এমএ ছাত্তার ।


উক্ত কেক কাটা অনুষ্ঠানে এসময় বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক, উক্ত কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান, কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, ওসি মো. আসলাম হোসেন,

 ম্যানেজিং কমিটির সদস্য মনোয়ারা বেগম , গাজী মো আজাদুজ্জামান , উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ, বগারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু,

উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উলস্নাহ হোসনা ,সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো, হোসেন আলী ,

প্রধান শিড়্গক আকতার হোসেন সহ সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন উপস্থিত ছিলেন।
১২ টায় বর্ষপূর্তি উপলক্ষেএকটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

দুপুরে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান ।

 এসময় “আলোক পর্না” নামে একটি ম্যাগাজিন বইয়ের উন্মোচন করেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান । 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top