তিন দিন ধরে লাশ হিমাগারে এখনও পরিচয় মেলেনি

Unknown
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরের জোয়ার্দ্দার হোটেলের কক্ষ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা (৪৫) মহিলার পরিচয় তিনদিনেও মেলেনি। 

মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গের হিমাগারে রয়েছে। এর আগে বৃহস্পতিবার আব্দুর রহিম নামে এক ব্যক্তি রেজিষ্টারে ভুয়া ঠিকানা ব্যবহার করে ওই মহিলাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে জোয়ার্দ্দার হোটেলের একটি কক্ষে ওঠেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা পর কক্ষটি বন্ধ করে ওই ব্যক্তি পালিয়ে যায়। 

শুক্রবার রাত নয়টার দিকে পুলিশ মহিলার মরদেহটি উদ্ধারের পর হাসপাতাল হিমাগারে রাখেন। কিন্তু তিন দিনেও ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। মহিলাটির গায়ে শাড়ি, লাল ব্লাউজ ও গলায় স্বর্নের চেইন রয়েছে। 

মহিলার পরিচয় জানতে পেলে ০১৭১৪-৩৭৮৩৫০ নম্বরে যোগাযোগের জন্য  অনুরোধ জানিয়েছেন এনায়েতপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসলাম উদ্দিন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top