শেরপুর প্রতিনিধি: শেরপুর প্রেসক্লাব থেকে প্রতিষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক, এনটিভি প্রতিনিধি ও সাপ্তাহিক শেরপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক, সিনিয়র সাংবাদিক কাকন রেজার বহিস্কার প্রত্যাহার করা হয়েছে। ২ জানুয়ারী সোমবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের নির্বাহী পরিষদের এক সভায় সাংবাদিক কাকন রেজার আবেদনের প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে ওই সভায় রূপালী ব্যাংক শেরপুর শাখায় থাকা প্রেসক্লাবের হিসাব থেকে তথ্য কারচুপি ও জাল-জালিয়াতির মাধ্যমে স'ানীয় সাংবাদিক নামধারী একটি চক্রের অর্থ হাতিয়ে নেওয়ার দীর্ঘদিন পরও তাদের বিরুদ্ধে ব্যাংকের তরফ থেকে ব্যবস'া গ্রহণ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সেইসাথে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস'া গ্রহণ না হলে প্রেসক্লাবের তরফ থেকে আইনগত ব্যবস'া গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভা থেকে জাতীয় প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শেরপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান এবং জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এস এম শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কবীর আলমগীর ও আলমগীর কিবরিয়া কামরুল, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল, নির্বাহী সদস্য সঞ্জীব চন্দ বিল্টু, শরিফুর রহমান, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
সভা শেষে দৈনিক মানবজমিন সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ও শেরপুর থেকে প্রকাশিত দৈনিক তথ্যধারা সম্পদক জাহাঙ্গীর আলম এটমের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
