ভারতে ভোটের সময়ে জাত, ধর্ম ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ আদালত। দেশটির প্রধান বিচারপতি টিএস ঠাকুর বলেছেন, নির্বাচন প্রক্রিয়াটা অবশ্যই ধর্ম নিরপেক্ষ হওয়া দরকার।
তিনি বলেন, কোনো রাজনীতিবিদ জাত, ধর্ম, বিশ্বাসের ভিত্তিতে ভোট চাইতে পারবেন না। আদালতের রায় এমন সময়ে আসলো যখন ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার রাজ্য উত্তর প্রদেশে নির্বাচনের প্রস্তুতি চলছে। উত্তর প্রদেশের ভোটের
রাজনীতিতে ধর্ম ও জাত প্রথা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এই প্রদেশের নির্বাচনের ফলাফলের উপরেই নির্ভর করবে ২০১৯ সালে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করতে পারবেন কী না।
ভারত সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু নির্বাচনের সময়ে ভোটারদের মধ্যে আবেদন তৈরির প্রধান উপাদান হয়ে দাঁড়ায় জাত ও ধর্ম। বর্তমান ক্ষমতাসীন বিজেপি হিন্দু জাতীয়তাবাদী চেতনা ব্যবহার করে দীর্ঘদিন রাজনীতি করে এসেছে।
মুসলিম বিরোধী বক্তব্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মেরুকরণ ঘটিয়েছে। চলতি বছর উত্তর প্রদেশ ছাড়াও পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মনিপুরে প্রাদেশিক নির্বাচন হবে। রয়টার্স।
