সেবা ডেস্ক:
বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। এ যুগে তথ্য ছাড়া কোন মানুষ উন্নতি করতে পারবে না। তথ্য আইন বাসত্মবায়নের মাধ্যমে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছি।
যেসব কর্মকর্তা তথ্য প্রদান করতে টালবাহনা করবে এবং এই অভিযোগ প্রমাণিত হলে তার বিরম্নদ্ধে ব্যবস্থ গ্রহণ করা হবে। তিনি বলেন সাংবাদিকদের দ্রুত তথ্য দিতে হবে।
তিনি আরো বলেন তথ্য না দিয়ে কোন মানুষকে আর দাবিয়ে রাখা যাবে না। তথ্য জানার অধিকার সকলের আছে।
তাই সর্বোচ্চ বিশ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে তথ্য প্রদান করার জন্য প্রশাসনের কর্মকর্তা ও সেবাদান কারী প্রতিষ্ঠানের নির্দেশ দেন ড. মো. গোলাম রহমান।
তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের ওয়েব পোর্টাল গুলো হালনাগাদ করে সচল রাখতে সকল কর্মকর্তার প্রতি অনরোধ করেন।
মঙ্গলবার বিকালে জামালপুরের বকশীগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান।
উপজেলা মিলনায়তনে বাংলাদেশ তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ,
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সুধীজন, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ ২৬০ ব্যক্তি অংশ গ্রহণ করেন।
অবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত সভায় এসময় বক্তৃতা করেন
উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) আসলাম হোসেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বগারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু,
প্রধান শিক্ষক আকতার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম প্রমুখ।
এসময় উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন। বক্তব্যে তথ্য অধিকার আইন ২০০৯ যথাযথ বাস্তবায়নে প্রশাসনের প্রতি আরো জোড়ালো দাবি করা হয়।
একই তথ্য প্রদানে যেন কোন রকম হয়রানি না করা হয় সেদিকে নজর দিতে সংশিস্নষ্ট প্রধানকে অবহিত করা হয়।

