শেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

Unknown

শেরপুর প্রতিনিধি: “সমাজ সেবার উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন” শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ২ জানুয়ারী সোমবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ আর ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার রফিকুল হাসান গণিসহ জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top