সেবা ডেস্ক:
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জে প্রতিবন্ধিদের জন্য ভ্রাম্যমাণ থেরাপি ক্যাম্পিং বুধবার অনুষ্ঠিত হয়েছে।
নিলাখিয়া বুুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের সহযোগিতায় নিলাখিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ থেরাপি ক্যাম্পিং এর উদ্বোধন করেন নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।
জামালপুর প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা হোসনেয়ারা বেগম, সহকারী ফিজিওথেরাপিষ্ট আজমেরী বেগম ক্যাম্পিং পরিচালনা করেন।
এসময় ইউপি সচিব শরিউতুল্লাহ, বিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নিকাহ রেজিস্ট্রার শাহাদত হোসেন, নিলাখিয়া বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু,
নিলাখিয়া বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মমিন প্রমুখ উপসি'ত ছিলেন।
দিনব্যাপি থেরাপি ক্যাম্পিংয়ে এলাকার ৩ শ প্রতিবন্ধিকে থেরাপি দেয়া হয়।