সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা ইউএনও’র কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
আগামি ১১ ফেব্রুয়ারি বকশীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
সে লক্ষে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অনত্মর্ভুক্তি করার জন্য স্বচ্ছতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সদস্যরা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মাহবুবুল হক বাবুল চিশতির
সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক, এসিল্যান্ড মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বছির আহম্মেদ বীর প্রতীক,
ডেপুটি কমান্ডার আবদুল বাছেদ,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, মুক্তিযোদ্ধা আমিনুল হক,সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর,মুক্তিযোদ্ধা মজিবর রহমান, ফারমার্স ব্যাংক লিঃ এ বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসুদুর রহমান প্রমুখ।