কুড়িগ্রামে তিন দফা দাবীতে ইউপি সচিবদের অনশন কর্মসূচি পালন

G M Fatiul Hafiz Babu
  কুড়িগ্রাম প্রতিনিধিঃ১২-০২-১৭

“১০ম গ্রেডের অফিসার,ইউপি সচিবদের অধিকার-ইউনিয়ন পরিষদের যত সেবা-সবই করে সচিব একা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ইউপি সচিবগণ দিন ব্যাপি অনশন কর্মসূচি পালন করে। সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলার ৭০ইউপি সচিব রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করে। এসময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি হাসান শহীদ সরওয়ার্দী লেবু,সাধারণ সম্পাদক রবিউল আলম, সচিব আব্দুস ছাত্তার,কাওসার আলী, হারম্ননুর রশীদ প্রমুখ।

অনশনে জানান হয়, ইউনিয়ন পরিষদের সচিবদের পদবী পরিবর্তন পূর্বক মুখ্য কর্মকর্তা ও ১০ম গ্রেডে স্কেলের মর্যাদা প্রদান, বেতন,ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা এবং ইউনিয়ন সচিবদের আর্থিক নিরাপত্তার লড়্গ্যে পেনশন ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানান হয়। অনশন কর্মসূচির পরেও যদি সরকার সচিবদের দাবী আদায় না করে তাহলে আগামী ২এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনশন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top