বকশীগঞ্জে পাহাড় কাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ের মাটি কাটা ও বিক্রি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে পাহাড়ের মাটি বিক্রির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য বনবিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।


মঙ্গলবার দুপুরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান সরেজমিনে উপস্থি'ত হয়ে মাটি কাটা বন্ধ করে দেয়।


জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের বালিঝুড়ি এলাকায় পাহাড়ি জমির মাটি

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে দিনের পর দিন মাটি কেটে বিক্রি করছে স্থািনীয় কতিপয় প্রভাবশালী মহল।

 বিষয়টি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে জামালপুর জেলা প্রশাসকের নজরে আসলে তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে মামলা দেয়ার জন্য স্থানীয় বিট কর্মকর্তাকে নিদের্শ দেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top