সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এসএসসি পরীক্ষার্থী তানজিলা আক্তার (১৪)। তানজিলা আক্তার পৌর এলাকার মালিরচর মৌলভীপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক সরোয়ার আলমের মেয়ে।
মালিরচর মৌলভী পাড়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে তানজিলা আক্তার ।
জানা গেছে, সোমবার রাতে শিক্ষার্থী তানজিলার বিয়ের জন্য বরের বাবার সঙ্গে বৈঠক চলছিল।
বাল্যবিয়ের বৈঠকের খবর পেয়ে রাতেই কনের বাড়িতে হানা দেয় ভারপ্রাপ্ত ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান।
এসময় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কনের বাবা ও বরের বাবা দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সাদিকুর রহমান জানান, শিক্ষার্থী তানজিলাকে সরকার নির্ধারিত বয়স সীমার আগে বিয়ে না দেয়ার জন্য তার আত্মীয় স্বজনদের বলা হয়েছে।
মালিরচর মৌলভী পাড়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে তানজিলা আক্তার ।
জানা গেছে, সোমবার রাতে শিক্ষার্থী তানজিলার বিয়ের জন্য বরের বাবার সঙ্গে বৈঠক চলছিল।
বাল্যবিয়ের বৈঠকের খবর পেয়ে রাতেই কনের বাড়িতে হানা দেয় ভারপ্রাপ্ত ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান।
এসময় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কনের বাবা ও বরের বাবা দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সাদিকুর রহমান জানান, শিক্ষার্থী তানজিলাকে সরকার নির্ধারিত বয়স সীমার আগে বিয়ে না দেয়ার জন্য তার আত্মীয় স্বজনদের বলা হয়েছে।