বকশীগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: 

বকশীগঞ্জে এইচএসসি (বিএম) শাখার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শনিবার ফারাজিপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ওই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে নকল সহ ধরা পড়ে খন্দকার তুষার ও মেহেদী হাসান নামে দুই পরীক্ষার্থী ।
এসময় কেন্দ্র পরিদর্শক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান তাদের বহিস্কার করেন।

বকশীগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় প্রশাসনের কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন । অপরদিকে দুর্গম চরাঞ্চলে কেন্দ্রটি হওয়ায় শিক্ষার্থীদের অনেক দুর্ভোগ পেহাতে হয়।
 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top