জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করা সহ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা সম্মেলনকক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় সুযোগ্য ও দক্ষ ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,
এসিল্যান্ড ও পৌর প্রশাসক মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরম্নল আমিন ফোরকান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের প্রস্তাবিত সভাপতি তাহমিনা আক্তার পাখি,
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উলস্নাহ হোসনা, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু , সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ প্রমুখ।
সভায় জানানো হয় আগামি ১৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা সহ সারাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে ভিডিও কনফারেন্স করবেন।
ওই ভিডিও কনফারেন্স সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, চেয়ারম্যান ও সুধীজন উপসি'ত ছিলেন ।