সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৭ম বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কালব এর ময়মনসিংহ অঞ্চলের ডিরেক্টর মি. আনত্মনী মাংসাং।
এতে বিশেষ অতিথি ছিলেন ডিরেক্টর আবদুল হালিম, ডিরেক্টর আব্বাছ আলী , অত্র ইউনিয়নের বকশীগঞ্জ শাখার চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময়
বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, জামালপুর সদর এর শিক্ষক ক্রেডিট লিঃ এর চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নালিতাবাড়ি চেয়ারম্যান নুর ইসলাম, অধ্যড়্গ আবদুর রশিদ, শিক্ষক মাহমুদুল হাসান, আবদুল হালিম প্রমুখ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ।
এতে উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শক্ষক ও কর্মচারীরা অংশ নেন।